আসসালামু আলাইকুম। আমি নুরুল্লাহ হোসাইন। ইনভেস্টর। ফার্মার আর বিজনেস ইন্থুসিয়াস্ট। রাসায়নিক বিষ মুক্ত কৃষি আর ফার্মিং আমার নেশা। সখের ফটোগ্রাফারঃ সৃষ্টির সৌন্দর্য দেখে স্রস্টার সৌন্দর্যের বিশালতা অনুভব করি, আর নিজের ক্ষুদ্রতা নিয়ে তাঁর সামনে সেজদাবনত হই। নেচার, স্ট্রিট, ট্রাভেল আর ফুড - এসব আমার পছন্দের সাবজেক্ট। ঘুরতে ভালোবাসি। জগতটাকে দেখে দেখে শিখি। কৃষি, ট্রাভেল আর সখের ফটোগ্রাফির সামান্য কিছু আপলোড হোক এখানেও...