হাতঘড়ি বস্তুত, শূন্যতা অসম্ভব নয়, এই ভেবে আরও ঘনিষ্ঠ হতে চাই বহমান সময়ের সাথে খুব ধীরে 'কিছু নেই' থেকে সবকিছু অপার হাওয়ালোকে ক্রমশ বিকশিত হচ্ছে অস্ফুট আলো ও সুর, মৃদু তরঙ্গের মতো আমি কি তবে অস্ফুট আলো, অজানা? মহাশুন্যে বেজে ওঠা অশ্রুত গান! যখন জন্মায়নি সময়,তারও বহু আগে সৃষ্ট কেবল এক বিকল হাতঘড়ি নেড়ে-চেড়ে দেখেছিল প্রিয় ফেরেশতারা _কবি হুজাইফা মাহমুদ