আপনার সম্পর্কে গুজব তারাই রটায় যারা নিজের জীবনে খুব Frustated। মাথায় রাখবেন সুখী মানুষেরা কখনও কাউকে নিয়ে গুজব রটায় না। গুজব কারা রটায় বলুন তো? যাদের জীবনে কোনো কাজ নেই, যারা সারাদিন ফ্রি বসে থাকে। বলেনা শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা, exactly তাই। আপনি সারাদিন যদি কোনো কাজের মধ্যে ব্যাস্ত থাকেন। আপনি সারাদিন যদি কোনো পেশার মধ্যে থাকেন তাহলে খুব স্বাভাবিক ভাবেই অন্যের জীবনে কি চলছে সেটা নিয়ে আপনার চর্চা করার মতো অতো সময় থাকবে না। আপনি অন্যকে নিয়ে চর্চা তখনই করতে পারবেন যখন আপনি অনেক টা ফ্রি টাইম এ থাকবেন। সেই সময় আপনার ভাবার মতো অনেক কিছু থাকবে। আর আমার মনে হয় অন্যের জীবন নিয়ে ভাবার থেকে এন্টারটেইনিং খুব একটা বেশি কিছু নেই। অন্যকে নিয়ে একটু কমেন্ট পাস করতে পারলে অধিকাংশ মানুষেরই মনেই বেশ একটা আনন্দ উৎফুল্লের জন্ম হয় এবং সেই কমেন্ট টা পাস করে তারা হি হি করে হেসে বলে বাঃহ বাঃহ দেখো কি নাকি বলে দিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই যারা Frustated না তারাই আপনাকে নিয়ে গুজব রটায়। যারা সত্যি আপনাকে চেনে, যারা সত্যি জীবনে কিছু করছে, যাদের কাজ আছে, তাদের অতো সময় নেই আপনাকে নিয়ে কথা রটানোর গুজব রটানোর।