একজন ক্রিয়েটর ভালো না খারাপ, সেটা নিয়ে বহু চর্চা দেখেছি। কখনও ভেবে দেখেছেন আপনি ভালো দর্শক কি না? Travel vlog বানাতে হলে প্রচুর রিসার্চ করতে হয়। পড়তে হয়। জানতে হয়। সিনেম্যাটোগ্রাফি নিয়ে ভাবতে হয়। নিত্যনতুন প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে শিখতে হয়। স্ক্রিপ্ট লিখতে হয়। এডিট টা করার আগে এডিটিং নিয়েও ভাবতে হয়। মানে আমাদের মতো করে ভিডিও বানাতে হলে এগুলো সত্যিই করতে হয়... এই এত ভাবনার মাঝে আমরা দর্শককে আপনি বলছি না তুমি, তা নেহাতই তুচ্ছ। এপ্রসঙ্গে বলে রাখি, সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড হওয়ায় আমার আর প্রদীপ্তর বরাবর সবাইকে 'আপনি' বলে সম্বোধন করাই ছিল অভ্যেস। সেভাবেই আমাদের প্রথম চ্যানেল Recording Mode শুরু হয়েছিল। বাধ সাধলেন দর্শকই। অনেকেই, মূলত কমবয়সীরা বলতে লাগলেন আপনিটা কেমন যেন পর পর। তুমি বললে ভালো লাগে। আমরাও ভেবে দেখলাম, সত্যিই আমাদের চ্যানেল আমাদের সন্তানের মতো, আর আমরা সকলে একটা পরিবার। নিজের পরিবারের সকলকে তুমি বলতে দোষ কোথায়? বাংলা ভাষা কোনওদিন তুমি শব্দকে ছোট করে দেখেনি। অথচ আজকাল মাঝেমধ্যেই কমেন্টবক্সে এই আপনি না বলে, তুমি বলা নিয়ে প্রচুর বক্তব্য দেখি। অনেক কমেন্টই শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের একটা গোটা ২৮ বা ৩০ মিনিটের ভিডিও দেখে যদি তুমি বললাম কেন, বা আপনি বলিনি কেন, সেটাই আপনার বিচার্য হয়, তাহলে আপনি সত্যিই আমাদের দর্শক নন। হতেই পারে আপনার নজরে আমরা খারাপ ক্রিয়েটার। তা বলে আপনি নিজেকে খুব উচ্চমানের দর্শক ভেবে যে আত্মতুষ্টিতে ভুগছেন, সেটা কিন্তু আপনি একেবারেই নন। আর একটা কথা, কোন ক্রিয়েটর কীভাবে কনটেন্ট বানান, সেটা নিয়ে প্লিজ জ্ঞান দিতে আসবেন না। এটা অনেকটা ধোনিকে গিয়ে কপিল দেবের ক্যাপ্টেন্সি নিয়ে জ্ঞান দেওয়ার মতোই হাস্যকর। কারণ আপনারা ক্রিয়েটরদের স্ক্রিনে দেখেন, আমরা তাঁদের কাছ থেকেও দেখি বা তাঁদের চিনি। সব শেষে বলি, দেশে যুদ্ধ পরিস্থিতি। এই সময়ে এইসব করে নিজের রক্তচাপ বাড়াবেন না প্লিজ। নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকতে দিন। 🙏 . . . #travelvloggerlife
Show more