1 day ago • Recording Mode Travel

একজন ক্রিয়েটর ভালো না খারাপ, সেটা নিয়ে বহু চর্চা দেখেছি। কখনও ভেবে দেখেছেন আপনি ভালো দর্শক কি না? 
Travel vlog বানাতে হলে প্রচুর রিসার্চ করতে হয়। পড়তে হয়। জানতে হয়। সিনেম্যাটোগ্রাফি নিয়ে ভাবতে হয়। নিত্যনতুন প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্লা দিয়ে শিখতে হয়। স্ক্রিপ্ট লিখতে হয়। এডিট টা করার আগে এডিটিং নিয়েও ভাবতে হয়। মানে আমাদের মতো করে ভিডিও বানাতে হলে এগুলো সত্যিই করতে হয়... এই এত ভাবনার মাঝে আমরা দর্শককে আপনি বলছি না তুমি, তা নেহাতই তুচ্ছ। এপ্রসঙ্গে বলে রাখি, সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড হওয়ায় আমার আর প্রদীপ্তর বরাবর সবাইকে 'আপনি' বলে সম্বোধন করাই ছিল অভ্যেস। সেভাবেই আমাদের প্রথম চ্যানেল Recording Mode শুরু হয়েছিল। বাধ সাধলেন দর্শকই। অনেকেই, মূলত কমবয়সীরা বলতে লাগলেন আপনিটা কেমন যেন পর পর। তুমি বললে ভালো লাগে। আমরাও ভেবে দেখলাম, সত্যিই আমাদের চ্যানেল আমাদের সন্তানের মতো, আর আমরা সকলে একটা পরিবার। নিজের পরিবারের সকলকে তুমি বলতে দোষ কোথায়?

বাংলা ভাষা কোনওদিন তুমি শব্দকে ছোট করে দেখেনি। অথচ আজকাল মাঝেমধ্যেই কমেন্টবক্সে এই আপনি না বলে, তুমি বলা নিয়ে প্রচুর বক্তব্য দেখি। অনেক কমেন্টই শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের একটা গোটা ২৮ বা ৩০ মিনিটের ভিডিও দেখে যদি তুমি বললাম কেন, বা আপনি বলিনি কেন, সেটাই আপনার বিচার্য হয়, তাহলে আপনি সত্যিই আমাদের দর্শক নন। হতেই পারে আপনার নজরে আমরা খারাপ ক্রিয়েটার। তা বলে আপনি নিজেকে খুব উচ্চমানের দর্শক ভেবে যে আত্মতুষ্টিতে ভুগছেন, সেটা কিন্তু আপনি একেবারেই নন।

আর একটা কথা, কোন ক্রিয়েটর কীভাবে কনটেন্ট বানান, সেটা নিয়ে প্লিজ জ্ঞান দিতে আসবেন না। এটা অনেকটা ধোনিকে গিয়ে কপিল দেবের ক্যাপ্টেন্সি নিয়ে জ্ঞান দেওয়ার মতোই হাস্যকর। কারণ আপনারা ক্রিয়েটরদের স্ক্রিনে দেখেন, আমরা তাঁদের কাছ থেকেও দেখি বা তাঁদের চিনি।

সব শেষে বলি, দেশে যুদ্ধ পরিস্থিতি। এই সময়ে এইসব করে নিজের রক্তচাপ বাড়াবেন না প্লিজ। নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকতে দিন। 🙏
.
.
.
 #travelvloggerlife 

3 days ago • Recording Mode Travel

ঝটিকা সফরে উত্তরবঙ্গ। কাল প্রথম পর্ব। দেখা হচ্ছে সকাল ১০টায়।
.
.
.
 #weekendtrip   #northbengal   #recordingmodetravel 

5 days ago • Recording Mode Travel

আজ ইচ্ছে করেই ভিডিও দিলাম না। আশা করি আপনারাও এই মুহূর্তে পরিস্থিতির সংবেদনশীলতা বুঝতে পারছেন। ইনফ্লুয়েন্সর শব্দটায় আপত্তি আছে। তবে আমাদের চ্যানেলের ক্যাচলাইন যেহেতু "চার চাকায় ভারত ভ্রমণ" তাই ভারতের জন্য, কাশ্মীরে নিহত পর্যটকদের জন্য এটুকু তো আমরা করতেই পারি। দায়িত্বশীল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা কখনও আপনাদের সামনে কাশ্মীর বা বাংলাদেশের মিথ্যে, শান্ত, নিরাপদ ছবি তুলে ধরিনি নিছক ব্যবসায়িক কারণে। এই কঠিন সময় হেসেখেলে বেড়ানোর নয়। আজও মনের টানেই এই সিদ্ধান্ত। আশা করি আপনারা বুঝবেন আর একইভাবে পাশে থাকবেন। জয় হিন্দ।

 #saynototerror   #IndiaStandsStrong   #jaihind 

8 days ago • Recording Mode Travel

জঙ্গলমহল। এ আবেগ সবাই বুঝবে না। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরে যারা বড় হয়েছে শুধু তারাই জানে। সভ্যতার খুব কাছাকাছি থেকেও প্রতিনিয়ত সংগ্রাম। ভালো লাগত না, যখন বাড়ি থেকে কিছু দূরেই কোনও এক গ্রামে মানুষকে পিঁপড়ে খেতে হয় এমন ছবি দেখতাম। এখনও হোটেল, হোমস্টে, টুরিজম হয়েছে ঠিকই তবে অনেক কাজ বাকি। সরল সাদাসিধে মানুষগুলো নিজেদের জন্য খুব বেশি কিছু আদায় করে নিতে পারেনি।
আমাদের জঙ্গলমহল নিয়ে vlog দেখে অনেকেই বলেন, এই কাজগুলো আর পাঁচটা চ্যানেলের চেয়ে আলাদা। আসলে মাটির টান তো আলাদাই হয় তাই না... যে স্ক্রিনশটগুলো দিলাম এগুলো খুব একটা প্রচলিত ট্যুরিস্ট স্পটের নয়। ট্যুর প্ল্যানটাও গড়পড়তা ট্যুর গাইডদের কাছে পাবেন না। যদি মাটির গন্ধ আজও আপনার শহুরে মনকে নাড়িয়ে দিয়ে যায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। 
 https://youtu.be/QEf7erotrys?si=k7GXh... 
 
 #recordingmodetravel   #weekendtrip   #junglemahaldiaries   #exploreindia   #ruralindia   #WestBengal 

11 days ago • Recording Mode Travel

দূরে বেড়াতে যেতে ভালো লাগে ঠিকই। কিন্তু বাড়ির কাছেই এই অচেনা জায়গাগুলো দেখে বুঝতে পারি, আমাদের আশেপাশেই কত কী দেখার বাকি! এই জায়গাটা কোথায়? কষ্ট করে vlog এই দেখো না... নিরাশ হবেনা। 
 https://youtu.be/l9bSuBdui_E?si=keI4x... 

 #recordingmodetravel   #travelvlog   #weekendgetaway 

2 weeks ago • Recording Mode Travel

নতুন বছর সকলের ভালো কাটুক। শুভ নববর্ষ।

 #bengalinewyear 

2 weeks ago • Recording Mode Travel

ছোট্ট, সুন্দর ছবির মতো একটা গ্রাম। Vlog আসছে, কাল সন্ধ্যে ৬টায়।
 #exploreindia   #weekendtripfromkolkata   #junglemahaldiaries 

3 weeks ago • Recording Mode Travel

ঠিক দু'বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে Recording Mode Travel। কিছুদিন আগে চ্যানেল ৫ লক্ষ views পূর্ণ করেছে। আজ ৫ হাজার subscriber complete হল। আমাদের এই journey তে যাঁরা সর্বক্ষণ পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। চেষ্টা করব এভাবেই ভালো content দিয়ে যেতে এবং দ্রুত ১০ হাজারে পৌঁছতে।
কাল সকাল ১০টায় আরও একটা দুর্দান্ত vlog নিয়ে আসছি। দেখা হচ্ছে 😊
.
.
.
 #travelvlogger   #recordingmodetravel   #5ksubscribers 

4 weeks ago • Recording Mode Travel

অনেকদিন পর রাঙামাটির গন্ধ মাখা একটা vlog...
 https://youtu.be/6bVHs8u50Kc?si=EqcAT... 

1 month ago • Recording Mode Travel

আজকাল কোনও কোনও vlog এডিট করতে একটু সময় লেগে যায়... কষ্ট করে শুট করে আসার পর এডিটে দায়সারা কাজ করে ভিডিও টা পোস্ট করে দিতে মন চায়না। তাই এই সপ্তাহে দুটো ভিডিও দেওয়ার মায়া ত্যাগ করলাম। মনের মতো করে সময় নিয়ে বানিয়ে vlog টা upload করব রবিবার সকাল ১০টায়। আশা করছি আপনারা বুঝবেন 🙏