1 month ago • EduLecture Bd

পানি ব্যবস্থাপনার জন্য বেইজিংয়ের কাছ থেকে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

বেইজিং, ২৮ মার্চ, ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর  মুহাম্মদ ইউনূস শুক্রবার নদীমাতৃক বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছেন।

আজ শুক্রবার চীন সফরের তৃতীয় দিনে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওয়িংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান তিনি। বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রফেসর ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার  প্রশংসা করে বলেন, 'কিছু জটিল পানি সমস্যা মোকাবেলায় চীন আশ্চর্যজনক সাফল্য পেয়েছে।  আমাদের সমস্যা আপনাদের মতোই। তাই, আপনার অভিজ্ঞতা জানালে আমরা খুশি হবো।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ একটি ব-দ্বীপ; আমাদের দেশে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন-জীবিকার মূল, কিন্তু কখনও কখনও এটি শত্রুতে পরিণত হয়। এখন যেহেতু জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তাই এটি বাস্তুতন্ত্রের জন্য কী ধরণের ক্ষতি করতে পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।'

'চীনকে পানি ব্যবস্থাপনায় দক্ষ কারিগর' হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'চীনের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।' 

তিনি পানি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভিশন বাংলাদেশের সঙ্গে শেয়ার করার আহ্বান জানান।

'আমরা এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি: কীভাবে আমরা পানি সম্পদকে মানুষের জন্য উপযোগী করে তুলতে পারি,' বলেন তিনি। 

প্রধান উপদেষ্টা বলেন, 'জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নের চাহিদার কারণে নদীর ধারে জমি দখল বাড়ছে। উজানের দেশ ভারতেও একই ধরনের উন্নয়ন সমস্যায় পড়ছে। পলি জমে নদীর মাঝখানে চর জেগে উঠছে, যা কখনও কখনও নদীগুলোকে সংকুচিত করছে।

চীনের পানিসম্পদ মন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একমত হয়ে বলেন, 'চীন ও বাংলাদেশের পানি ব্যবস্থাপনা একই রকমের চ্যালেঞ্জ।'

বাংলাদেশের ৮৫ শতাংশ নদী সমতল ভূমি যা দেশের জন্য পানি ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে জানিয়ে তিনি বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, 'প্রেসিডেন্ট শি চীনের জন্য একটি মহাপরিকল্পনা দিয়েছেন যার মাধ্যমে চীন পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারছে।'

প্রধান উপদেষ্টা বলেন, 'আমাদের পরিকল্পনা তৈরিতে আপনার সাহায্যের প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের সমস্যা কেবল একটি নদী নিয়ে নয় বরং সামগ্রিক নদী ব্যবস্থাপনায়।'

তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশেপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কারকরণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে সহায়তা চান প্রধান উপদেষ্টা। 

চারদিনের সফরে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সফরে তিনি চীনের নেতা এবং বিনিয়োগকারীদের সাথে একাধিক বৈঠক করেছেন। 

4 months ago • EduLecture Bd

💥ইংরেজি সাহিত্য
ইংরেজি সাহিত্যের ইতিহাস অনেক দীর্ঘ। এই বিষয়গুলো আমাদের সবার কাছেই মোটামুটি নতুন। ইংরেজি সাহিত্যের খুঁটিনাটি পড়তে গিয়ে অনেকেই সময় নষ্ট করেন। 
🔥ইংরেজি সাহিত্যের সাহিত্যিকদের সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। ইংরেজি সাহিত্যের কিংবদন্তি উইলিয়াম শেক্‌সপিয়ারের সব সাহিত্যকর্ম বিস্তারিত পড়তে হবে। 
ইংরেজি সাহিত্যে কিছু পরিভাষা ব্যবহৃত হয়, যেগুলোকে ‘লিটারেরি টার্মস’ বলা হয়। এই পরিভাষাগুলো থেকে প্রতিনিয়তই প্রশ্ন আসে। এ ছাড়া বিখ্যাত লেখকদের উপাধি, ছদ্মনাম ও একই নামের একাধিক সাহিত্যকর্ম গুরুত্ব দিয়ে পড়তে হবে। ইংরেজি সাহিত্যের বিভিন্ন পদক-পুরস্কার, বিভিন্ন দেশের জাতীয় কবি, প্রসিদ্ধ লেখকদের দেশ-পরিচয় সম্পর্কেও জেনে রাখতে পারেন।
💥ইংরেজি সাহিত্যের জন্যে শুধুমাত্র হালদা বইয়ে দেওয়া সাজেশন অংশ পড়ে গেলেই হয়!
সংগ্রহ করে নিন হালদা B + D UNIT বইটি! 
👉সাহিত্যের কিছু অংশ এখানে দিলাম... বাকী অংশ বই সংগ্রহ করে নিলে পেয়ে যাবেন। 

5 months ago • EduLecture Bd

চবির জন্যে হালদা সিরিজের বইগুলোতে রয়েছে আপডেট সাজেশন! 

5 months ago • EduLecture Bd

চবি হালদা পাবলিকেশনের মডেল টেস্ট বই 

5 months ago • EduLecture Bd

Antonym of 'Futile'? 

Fruitless

Hopeless

Effective

Worthless

195 votes

6 months ago • EduLecture Bd

Synonym of 'Fragile'? 

Rigid

Breakable

Strong

Hard

240 votes

6 months ago • EduLecture Bd

"সোনার তরী" কবিতাটি কোন ছন্দে রচিত? 

অক্ষরবৃত্ত

মাত্রাবৃত্ত

স্বরবৃত্ত

কোনটিই নয়

358 votes

6 months ago • EduLecture Bd

'অর্ফিয়াস' কোন পুরাণের চরিত্র? 

রোমান

মিশরীয়

গ্রিক

সুমেরীয়

185 votes

6 months ago • EduLecture Bd

হালদা পাবলিকেশনের বইগুলো নিয়ে বিস্তারিত জানাবো..... 

6 months ago • EduLecture Bd

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী? 

শেখ মুজিবর রহমান

তাজ উদ্দীন আহমেদ

জিয়াউর রহমান

হোসেন মোহাম্মদ এরশাদ

502 votes